হরপ্পা নগর গুলির বহি:বার্ণিজ্য সম্পর্কে লেখ।
হরপ্পা নগর গুলির বহি:বার্ণিজ্য সম্পর্কে লেখ। ১৯২২ খ্রী:বিখ্যাত ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি আবিষ্কৃত সভ্যতা ভারতীয় অন্যতম সভ্যতা নামে পরিচিত ।এই সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল ব্যবসা-বাণিজ্য। তাদের কৃষি অর্থনৈতিক সঙ্গে বাণিজ্য যুক্ত হয়ে অর্থনৈতিক সমৃদ্ধশালি করেছিল।জলস্থলে উভয়পক্ষে তাদের বাণিজ্য চলত। অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় ক্ষেত্রে বাণিজ্য বলবৎ ছিল । হরপ্পীয় নগরগুলো যেমন একদিকে … Read more